শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
পরপর দুই ম্যাচে হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হয়েছে হাতছাড়া। এখন চ্যালেঞ্জ মান বাঁচানোর। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেষ ওয়ানডেতে হারলে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচতে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।
এমন ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একাদশে তিন পরিবর্তন নিয়ে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। আজ আবার ফিরেছেন তিনি। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।
এছাড়া, একাদশে ফিরেছেন আরেক পেসার হাসান মাহমুদ। বাদ পড়েছেন নাহিদ রানা। একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পেসার তানজিম সাকিবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।
ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমার মনে হয়, আমাদের ভালো ব্যাটিং করা উচিত। একই মাঠে টানা তিন ম্যাচ খেলছি। ব্যাটিংয়ে আমাদের ২৮০ থেকে ৩০০ করা দরকার। আমরা আগের ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখেছি। ছেলেরা এই ম্যাচে ভালো করতে চায়।’
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমদুউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ।