স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
স্প্যানিশ সুপার কাপ মানেই এফসি বার্সেলোনার আধিপত্য। গত বছরের শেষটা ভালো না হলেও চলতি বছরের শুরুটা দারুণ হয়েছে ক্লাবটির। স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে বিলবাওকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল হেনসি ফ্লিকের দল।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে সৌদি আরবে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল করেন লামিন ইয়ামাল আর গাভি। আজ মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের বিজয়ী দলের অপেক্ষায় থাকবে কাতালান জায়ান্টরা।
প্রথমার্ধে ৫৩% সময় বলের দখল রেখে ৬টি শট নেয় বার্সেলোনা, যার চারটিই লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, বিলবাও পাঁচটি শট নিলেও তার মাত্র একটি লক্ষ্যে ছিল।
অবশ্য ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি বার্সার। ম্যাচের ১৭তম মিনিটে গোল করে কাতালানদের লিড এনে দেন গাভি। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের প্রথম গোল এটি। হাঁটুর গুরুতর চোটে ১১ মাস বাইরে থাকার পর গত অক্টোবরে মাঠে ফেরেন তিনি।
৩৬তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বিলবাও। গোর্কার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন বিলবাও অধিনায়ক ইনাকি উইলিয়ামস। যার ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় দলটিকে।
বিরতির পর মাঠে নেমে ফের নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বার্সা। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে দ্বিতীয়ার্ধের দশ মিনিট না পেরোতেই দ্বিতীয় গোল হজম করে বসে বিলবাও। ৫৩তম মিনিটে লামিনকে দারুণ একটি থ্রু বল বাড়ান গাভি, তা ধরে প্রতিপক্ষের বক্সে ঢুকে বাঁ পায়ের জাদুতে ঠিকানা খুঁজে নেন চোট থেকে প্রথমবার মাঠে ফেরা এই প্রতিভাবান তরুণ।
অতিরিক্ত যোগ করা ৭ মিনিটের প্রথম মিনিটে সিমোন পোস্ট ছেড়ে বেরিয়ে এলে আরও একবার পরিষ্কার গোলের সুযোগ আসে বার্সেলোনার সামনে, কিন্তু ডিফেন্ডার ও গোলরক্ষকের তৎপরতায় পরপর দুটি প্রচেষ্টাতেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের।