এক মাসে অ্যাপল মিউজিকের এক কোটি সদস্য
শুরুটা ভালোই হলো অ্যাপল মিউজিকের। চালু হওয়ার মাত্র এক মাসের মাথায় এক কোটি ১০ লাখ সদস্য পেয়ে গেছে তারা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ ডি কিউ জানিয়েছেন, ‘এখন পর্যন্ত যত সদস্য পেয়েছি, তাতে আমরা বেশ উত্তেজিত।’
কিউ জানিয়েছেন, অ্যাপল মিউজিকের ‘ফ্যামিলি প্যাক’ নিয়েই সদস্যদের আগ্রহ বেশি। এতে প্রতি মাসে ১৪ দশমিক ৯৯ মার্কিন ডলারের বিনিময়ে ছয়জন সদস্য অ্যাপল মিউজিক ব্যবহার করতে পারবেন। অন্যদিকে একজন সদস্যকে অ্যাপল মিউজিক ব্যবহারের জন্য মাসে গুনতে হবে ৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।
কিউ আরো জানিয়েছেন, গত জুলাইয়ে অ্যাপল স্টোর রেকর্ড ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে।
গত ৩০ জুন চালু করা হয় অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সার্ভিস অ্যাপল মিউজিক। এতে তিন কোটির বেশি গানের বিশাল সংগ্রহ রয়েছে। মিউজিক স্ট্রিমিংয়ের পাশাপাশি অনলাইন রেডিও এবং ‘কানেক্ট’ নামে একটি সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে।
জুন মাসে অ্যাপল মিউজিকের অন্যতম প্রতিদ্বন্দ্বী স্পটিফাই-এর দুই কোটি সদস্য ছিল। তবে এখানে একটি পার্থক্য রয়েছে স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মধ্যে। অ্যাপল মিউজিক এখনো তিন মাসের ট্রায়াল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই তিন মাস পরে অ্যাপল মিউজিকের সদস্যরা মিউজিক স্ট্রিমিংয়ের এই সেবার সঙ্গে থাকবেন কি থাকবেন না, সেটি ঠিক করবেন। তবে তিন মাস পরে যাই হোক, শুরুটা মনে রাখার মতোই হয়েছে অ্যাপল মিউজিকের।