গতিশীল ও ব্যাটারি সাশ্রয়ী গুগল ক্রোমের নতুন সংস্করণ
সম্প্রতি গুগল তাদের ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ক্রোমের জন্য নতুন একটি সংস্করণ উন্মুক্ত করেছে। আর এই সংস্করণকে আগের সব সংস্করণের চেয়ে অধিক গতিশীল এবং ব্যাটারি সাশ্রয়ী দাবি করছে তারা। সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম। এই জনপ্রিয় ব্রাউজারটির কিন্তু সমালোচনার পাল্লাও বেশ ভারী। ক্রোমের বিভিন্ন এক্সটেনশন ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন কম্পিউটার কিংবা স্মার্টফোনের একটি বড় মেমোরি দখল করে থাকে। আর এর ফলে মন্থরগতির হয়ে পড়ে কম্পিউটার কিংবা স্মার্টফোন। তাই স্মার্টফোন কিংবা ল্যাপটপের ব্যাটারির আয়ু দ্রুত শেষ করার ব্যাপারেও বেশ পারদর্শী ক্রোম!
গত সপ্তাহে আপডেট হওয়া সংস্করণের মধ্য দিয়ে গুগল ঘোষণা দিয়েছে, তাদের এই সমস্যা তারা অনেকাংশেই দূর করেছে। গতি-সমস্যা দূর করার জন্য তারা নতুন এক সমাধানের পথ উদ্ভাবন করেছে। যেসব ডাটা ব্যবহারকারীর কাজে লাগছে না, সেগুলো ক্রোম খুঁজে বের করবে। আর এই অব্যবহৃত ডাটা, যা ‘গারবেজ’ নামে পরিচিত, ক্রোম সেগুলো মুছে ফেলবে।
গুগল তাদের ক্রোমের গত সংস্করণেও এই পন্থা অনুসরণ করেছিল। তবে এবার অব্যবহৃত ট্যাব কিংবা লোড হয়ে যাওয়া ট্যাব থেকে জোরপূর্বক ডাটা মুছে ফেলবে ক্রোম। আর এর ফলে আগের চেয়ে ১০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বেশি গতিশীল হবে ক্রোম।
আবার কেউ যদি তাদের ব্রাউজারে ‘রিস্টোর প্রিভিয়াস ট্যাব’ অপশন চালু করে থাকে, তবে নতুন করে ক্রোম চালু করার সময় ডিভাইসের মেমোরি ফাঁকা থাকার ওপর নির্ভর করে ট্যাব রিস্টোর করবে ক্রোম।
গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিভাইসের ব্যাটারি লাইফ বৃদ্ধি নিয়েও গুগল কাজ করেছে। বিভিন্ন ধরনের ফ্ল্যাশ অ্যানিমেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে ক্রোম। গুগলের ধারণা, শুধু এ কারণেই ১৫ শতাংশ পর্যন্ত ব্যাটারির আয়ু সাশ্রয় হবে। গুগল ল্যাবের গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে অপারেটিং সিস্টেম ও ওয়েবসাইটের ওপর নির্ভর করতে পারে এই ফলাফল।
ক্রোমের হালনাগাদ কোনো নতুন খবর নয় প্রযুক্তি দুনিয়ায়। প্রতি ছয় সপ্তাহ পর পর গুগল নতুন সংস্করণ উন্মুক্ত করে সবার জন্য। তবে নতুন এই সংস্করণ অনেক বেশি ফিচারসমৃদ্ধ এবং ব্যবহারবান্ধব করা হয়েছে বলে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।