শুভ জন্মদিন গুগল
কিছু খুঁজতে গেলেই এখন আমাদের অভ্যাস হয়ে গেছে ‘গুগল’ সার্চ করা। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলের যাত্রা শুরু হয়েছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হলের একটি রুমে। আর সেখানে থাকতেন ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ছাত্র ছিলেন দুজন। তাঁরা যখন কাজ শুরু করেছিলেন, তখন সার্চ ইঞ্জিন কী জিনিস, সে বিষয়ে কারো কোনো ধারণা ছিল না। নিজেদের হলের রুমে বসে কাজ করতেন পেজ ও ব্রিন। কিন্তু স্ট্যানফোর্ড কর্তৃপক্ষ তাঁদের এই কর্মযজ্ঞে ব্যাঘাত ঘটায়, কারণ তাঁদের দুজনের কাজের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডউইথ খরচ হয়ে যাচ্ছিল।
এর পর বিশ্ববিদ্যালয়ের রুম ছেড়ে নিজেদের বাড়ির গ্যারেজে যাত্রা শুরু করে গুগল। তবে কবে গুগলের জন্মদিন, সেটা ঠিকভাবে বলতে পারেন না দুই উদ্যোক্তা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। এর আগে ১৯৯৮ সালে গুগলের জন্মদিন পালন করা হয়েছিল ৩০ আগস্ট। ২০০৪ ও ২০০৫ সালে পালন করা হয় সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখে। সেপ্টেম্বরের ২৬ তারিখেও পালন করা হয়েছে গুগলের জন্মদিন। কিন্তু ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর পালন করা হয় গুগলের জন্মদিন। এর পর আর সেটা পাল্টানো হয়নি।
বিভিন্ন উৎসব বা বিশেষ দিনে গুগলের হোমপেজের ছবি পরিবর্তন করা হয়, যাকে গুগল কর্তৃপক্ষ বলে গুগল ডুডল। নিজেদের জন্মদিনে গুগল ডুডল পরিবর্তন হবে না, সেটা তো হয় না।
গুগলের ১৭ বছর উদযাপন উপলক্ষে গুগল ডুডল করা হয়েছে একটি সাদা সিআরটি কম্পিউটার মনিটর, লাভা ল্যাম্প এবং তার পাশে ছোট একটি পেঙ্গুইনের পুতুল। মনিটরে দেখা যাচ্ছে গুগলের হোমপেজ। আর এভাবেই নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে গুগল।