ক্ষতিকর সফটওয়্যার রুখতে গুগলের নতুন ব্যবস্থা
আপন মনে ব্রাউজ করছেন ইন্টারনেট। হঠাৎ করেই নজর আটকে গেল কোনো একটি ভিডিও কিংবা ছবির দিকে। তাতে ক্লিক করতে গিয়েই দেখলেন, আপনাকে ইনস্টল করতে বলা হচ্ছে কোনো একটি সফটওয়্যার। সরল মনে সেই সফটওয়্যারটি আপনি ইনস্টল করেও ফেললেন, টাকা দিয়ে তো আর কিনতে হচ্ছে না। কিন্তু সাথে সাথেই কিন্তু বিপদ যা হওয়ার হয়ে গেল! ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস আক্রমণের অন্যতম পন্থা এটি। এই সমস্যায় পড়েননি, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এই দুর্ভোগ থেকে তাদের, তথা ইন্টারনেট ব্যবহারকারীদের রক্ষা করার জন্য গতকাল এক দারুণ নিরাপত্তা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে টেক-জায়ান্ট গুগল। এই নিরাপত্তার সুবিধা গুগল ক্রোমে সংযুক্ত হচ্ছে বলে জানা গেল ম্যাশেবল ওয়েবসাইটের প্রযুক্তির খবরে।
গুগলের এই বিশেষ ব্যবস্থার সুবাদে ব্যবহারকারীরা যখন কোনো সাইটে ভিজিট করবেন, তখন অপ্রয়োজনীয় বা ক্ষতিকর কোনো সফটওয়্যার ডাউনলোড করার কথা থাকলেই গুগল ক্রোমে একটি পপ আপের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়া হবে। লাল রঙের পপআপের এই সতর্কবাণীর মাধ্যমে ব্যববহারকারীকে বলে দেওয়া হবে যে আপনাকে যে সফটওয়্যারটি ইনস্টল করতে বলা হচ্ছে এটি আপনার কম্পিউটার এবং ইন্টারনেট সংক্রান্ত নিরাপত্তার জন্য ক্ষতিকর হয়ে উঠবে।
একইসাথে, গুগলের সার্চ ইঞ্জিনে এমন একটি ব্যবস্থা যোগ করা হয়েছে যাতে কোনো ক্ষতিকর সাইট আপনার সার্চের রেজাল্টেই না আসে। সাইবার নিরাপত্তার বিষয়টিকে গুগল অবশ্য সব সময়ই সর্বোচ্চ গুরুত্ব দেয়। অপ্রয়োজনীয় বা ক্ষতিকর সফটওয়্যার সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলোও মুছে দেওয়ার কাজ করছে গুগল। একইসাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ১২টি পরামর্শের একটি তালিকাও প্রকাশ করেছে গুগল।
অবশ্য, এই অপ্রয়োজনীয় ও ক্ষতিকর সফটওয়্যারের বিষয়টি অতিচর্বিত বললে বাড়িয়ে বলা হবে না। সবাই এ নিয়ে কম-বেশি সতর্ক। সুতরাং এর জন্য গুগলের এই নতুন নিরাপত্তাকেও খানিকটা ‘অপ্রয়োজনীয়’ বা বাড়তি বলা যেতেই পারে!