হাজার টাকারও কমে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব!
পছন্দের কোনো একটি গান বা ভিডিওর জন্য ইউটিউবে ঘুরে বেড়াচ্ছেন; কিন্তু সঙ্গে এসে জুটছে বিরক্তিকর সব বিজ্ঞাপন। একটায় ক্লিক করে সরিয়ে দিতেই আরেক লিংকে ঢুকে যাচ্ছেন। বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে রেহাই মেলে না। তবে এখন যদি আপনি প্রতি মাসে ১০ ডলার (আসলে ৯ দশমিক ৯৯!) বা প্রায় ৮০০ টাকা খরচ করতে রাজি থাকেন, তাহলে বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন পরিসেবা পাবেন ইউটিউব থেকে। ম্যাশেবলের খবরে জানা গেল, এই বিশেষ সেবার নাম ইউটিউব রেড।
ইউটিউব রেডের মাধ্যমে আপনি ইউটিউব সাম্রাজ্যের সব ভিডিও বা মিউজিক দেখতে পাবেন বিরক্তিকর বিজ্ঞাপন ছাড়া। এই পরিসেবা গুগলের প্লে মিউজিকের ক্ষেত্রেও চালু হচ্ছে। ২৮ অক্টোবর থেকে এই সেবা প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে অন্যান্য দেশে চালু হচ্ছে। আইফোনের গ্রাহকদের এই পরিসেবা গ্রহণের জন্য খরচ হবে প্রায় ১২ দশমিক ৯৯ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা।
এ বিষয়ে ইউটিউবের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়, একটি পর্নো সাইটের সঙ্গে এর নামের সংগতি রাখা হলো কেন? এর উত্তরে ইউটিউবের একজন নির্বাহী কর্মকর্তা বলেন, ‘একটি পণ্যের জন্য নাম নির্বাচন করাটা চ্যালেঞ্জিং বিষয়। আমরা আমাদের গবেষণায় ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জেনেছি যে, রেড শব্দটি ইউটিউবের সঙ্গে একান্ত সংশ্লিষ্ট। এটি ভালোবাসা ও রেড কার্পেটের মতো বিষয়কে ইঙ্গিত করে!’
ইউটিউবের এই ‘রেড’ কার্পেটের সুবিধা নিয়ে এখন থেকে এর সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহক। এতে অফলাইন, প্লে লিস্ট করার মতো সুবিধাগুলোও থাকছে। তবে মূল ইউটিউব বা বিজ্ঞাপনযুক্ত ইউটিউবের কোনো পরিবর্তন ঘটছে না। বাংলাদেশে এই সুবিধা কবে নাগাদ আসবে, তা এখনই বলা যাচ্ছে না।