গুগলে এগিয়ে থাকবে মোবাইলবান্ধব ওয়েবসাইট
ইন্টারনেটে ওয়েবসাইট খোঁজার জন্য যে সার্চ ইঞ্জিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটি হলো গুগল। সেকেন্ডের মধ্যে চাহিদা অনুযায়ী সাইটগুলো চোখের সামনে হাজির করে গুগল। আর তাই যে কোনো বিষয়ে জানতে গুগলই সবার ভরসা।
এবার সার্চ অপশনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে গুগল, এমনটাই জানা গেছে প্রযুক্তিবিষয়ক সাইট দি নেক্সট ওয়েব থেকে। আগামী ২১ এপ্রিল থেকে মোবাইলবান্ধব ওয়েবসাইটগুলোকে র্যাংকিংয়ে এগিয়ে রাখবে তারা। অর্থাৎ সার্চ অপশনে সেই সাইটগুলোই আগে আসবে, যেগুলো মোবাইল থেকে সহজে ব্রাউজ করা যায়।
গুগলের মতে, প্রতিদিন বিশ্বব্যাপী মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার বাড়ছে। ব্যবহারকারীরা মোবাইল ফোনের স্ক্রিনেই সব তথ্য চাচ্ছেন। এই চাহিদা বাড়তে থাকায় সহজে ব্যবহার করা যায় এমন মোবাইল ভার্সনসহ সাইটগুলোকে গুরুত্ব দিচ্ছে গুগল।
এতে সার্চ অপশনের মান বৃদ্ধি পাবে বলে মত গুগলের। মোবাইলের জন্য তৈরি গুগল অ্যাপ্লিকেশনে প্রথম এই সুবিধা যোগ করা হবে। অ্যাপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এগিয়ে রাখা হবে মোবাইলবান্ধব ওয়েবসাইটগুলোকে।
তাই যদি আরো বেশি ব্যবহারকারীর কাছে যেতে হয় তাহলে ওয়েবসাইটের একটি সহজলভ্য মোবাইল সংস্করণ খুলতেই হবে। নইলে গুগল সার্চে পিছিয়ে পড়তে হবে।