আপনার হয়ে ই-মেইলের উত্তর পাঠাবে গুগল
এক বছর আগে যখন গুগল তার সর্বশেষ ই-মেইল অ্যাপ নিয়ে এসেছিল, তখন ধারণা পাওয়া গিয়েছিল যে এই অ্যাপে বেশ কিছু নতুনত্ব এবং সাহায্যকারী ফিচার পাওয়া যাবে। বছর ঘুরে এবার এক চমকপ্রদ ফিচার যোগ হলো এই অ্যাপটিতে।
খুব শিগগির গুগল তার ই-মেইল অ্যাপে ‘স্মার্ট রিপ্লাই’ নামে একটি নতুন ফিচার যোগ করছে, যেটি কোনো মেইলের উত্তর পাঠানোর সময় নিজে থেকেই ব্যবহারকারীকে মেসেজ সাজেস্ট করবে। যার ফলে টাইপ করার বেশ কিছু মূল্যবান সময় বেঁচে যাবে ব্যবহারকারীর।
বিশ্বের অন্যতম বড় এই টেক জায়ান্ট জানিয়েছে, ফিচারটি এ সপ্তাহের শেষ দিকে আইওএস এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
তবে গুগল কীভাবে উত্তর দেবে, সে প্রশ্ন মনে জাগতে পারে। এর জন্য গুগল আসলে শরণাপন্ন হবে আগে পাঠানো ব্যবহারকারীর বার্তা ও লেখার ঢঙের ওপর। একই ধরনের মেইল আবার এলে কিবোর্ড অ্যাপ আপনাকে এমন কিছু বাক্য সাজেস্ট করবে, যা আপনি হরহামেশাই ব্যবহার করে থাকেন। এর মধ্য থেকে কোনো একটি আপনি পছন্দ করে নিতে পারেন কিংবা সেটা বাদ দিয়ে নিজের মতো নতুন কোনো উত্তরও পাঠাতে পারবেন।
গুগলের অফিশিয়াল ব্লগে সফটওয়্যার ইঞ্জিনার বালিন্ট মিকলোস লিখেছেন, ‘মেইল পাওয়ার পর যাঁরা দ্রুত রিপ্লাই দিতে চান, তাঁদের জন্য এই ফিচার খুবই উপকারী হবে এবং এটি টাইপিংয়ের পেছনে নষ্ট করা বেশ কিছু সময়ও বাঁচাবে। এ ছাড়া যে ই-মেইলগুলোর রিপ্লাইয়ের জন্য একটু বেশি চিন্তা করা দরকার, সেগুলোও তাড়াতাড়ি সাড়া দেওয়ার জন্য ফিচারটি সাহায্য করবে।’