চীনে আবার কার্যক্রম শুরু করছে গুগল
অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর চীনে ফিরে আসছে টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এরিক শ্মিডিট এই কথা জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সেন্সরশিপ সংক্রান্ত বিবাদের জের ধরে এর আগে ২০১০ সালে চীন থেকে ব্যবসা গুটিয়ে নেয় গুগল। এ ছাড়া বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি অভিযোগ করেছিল যে, গুগলসহ আরো অনেক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের ওপর চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে আসছে।
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনও এরিকের কথার পুনরাবৃত্তি করেছেন বলে জানিয়েছে বিবিসি। ব্রিনের ভাষ্যমতে, ‘গুগলের বেশ কিছু সেবা চীনা ভোক্তাদের জন্য পুনরায় চালু করা হবে।’
টেক ক্রাঞ্চ বেইজিং কনফারেন্সে সম্প্রতি শ্মিডিট বলেন, ‘চীনে গুগল অনেক অংশীদারের সহায়তা পেয়েছিল এবং একই সাথে চীনা সরকারের সাথে বরাবরই যোগাযোগ রক্ষা করে চলত। গুগল কখনোই চীন থেকে পুরোপুরি চলে যায়নি।’
তবে গুগল ঠিক কী ধরনের সেবা চীনে চালু করতে চায়, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। তবে প্রযুক্তিবিষয়ক পর্যবেক্ষকরা বলছেন, গুগলের অ্যানড্রয়েড প্লে-স্টোরের একটি চীনা ভার্সন উন্মোচনের মাধ্যমে এই প্রত্যাবর্তন হবে।
গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিন বলেন, ‘সম্প্রতি গুগলকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। ফলে গুগলের ইউনিটগুলো এখন আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে।’
চীনের জনসংখ্যা এখন প্রায় ১৩৫ কোটি। গুগলসহ অন্যান্য প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের জন্য এটি এক বিশাল বাজার। এ ছাড়া চীনা জনগণের ভেতরে প্রযুক্তিবিষয়ক পণ্যের চাহিদাও বিশ্বের নামিদামি কোম্পানিগুলোকে আকৃষ্ট করে এখানে আসতে।