ভারতে সরকারি অফিসে ইয়াহু-জিমেইল বন্ধ!
ভারতের সরকারি কর্মকর্তাদের ইন্টারনেট ব্যবহারের ওপর নেমে এসেছে নিয়ন্ত্রণ। এর মাধ্যমে আমলাদের অফিসিয়াল কম্পিউটার নজরদারিতে রাখার সুযোগ থাকবে। যদি মনে হয় ইন্টারনেট ব্যবহারের কারণে কাজের ক্ষতি হচ্ছে বা সরকারের গোপনীয়তা ভঙ্গ হচ্ছে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহি করতে হবে। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আপত্তিকর মেইল মুছে ফেলতে পারবে কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদির সরকার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সরকারি অফিসে জিমেইল এবং ইয়াহু ব্যবহার করতে নিষেধ করেছেন। ভারত সরকারের ‘ইমেইল নীতিমালা’ এবং ‘তথ্যপ্রযুক্তি নীতিমালা’র অধীনে এই আদেশ জারি করা হয়েছে।
সরকারি কাজের মেইল আদান প্রদানের জন্য ভারতের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, এনআইসির নিজস্ব মেইল ব্যবহার করতে বলা হয়েছে। সেখানে সব সরকারি কর্মকর্তাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি অপারেটর দ্বারা চালিত কোনো মেইল সেবা সরকারি কাজে ব্যবহার করা যাবে না।’
ভারতের সব সরকারি অফিসের সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এই আদেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
জিমেইল এবং ইয়াহুর মতো বিদেশি মেইলসেবা ব্যবহারের মাধ্যমে গোপনীয়তা নষ্ট হওয়ার আশঙ্কায় এই আদেশ জারি করল ভারত সরকার। কেউ যদি নির্দেশ অমান্য করে অফিসের কাজে জিমেইল বা ইয়াহু ব্যবহার করেন তাহলে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেবে এনআইসি।