ব্যবসাবান্ধব ৯ ওয়েবসাইট
প্রবাদ আছে, ‘প্রচারেই প্রসার’, এখন ডিজিটাল মিডিয়ার যুগে এই প্রচার হয়ে গেছে আরো সহজ। ফেসবুক, ইউটিউব, টুইটারে বিনামূল্যে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পণ্যের বিজ্ঞাপন। এর বাইরেও রয়েছে অনেক উপায়। এমন কিছু ওয়েবসাইট রয়েছে যারা পণ্যের প্রচারের সুযোগ দিয়ে থাকে। ওয়েবসাইট তৈরি, রিভিউয়ের মাধ্যমে পণ্য বা সেবাটিকে জনপ্রিয় করে তোলা হয়, যাতে তা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে।
আর যেকোনো প্রতিষ্ঠানের জন্যই নিজস্ব ওয়েবসাইট এখন না থাকাটাই যেন পিছিয়ে থাকা। ব্যবসাবান্ধব এসব ওয়েবসাইটের খবর জানিয়েছে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট ক্যারিয়ার এডিক্ট ডটকম।
১. গুগল মাই বিজনেস
ইন্টারনেটে যেকোনো কিছু খুঁজতে মানুষ প্রথমেই সাহায্য নেয় সার্চ ইঞ্জিনের। ‘গুগল’, ‘বিং’ এবং ‘ইয়াহু’- এ তিনটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। পৃথিবীজুড়ে সবচেয়ে বেশি সার্চ করা হয় গুগলে। প্রতিদিন ৬০০ কোটি বারেরও বেশি সার্চ করা হয় গুগলে। আর এই গুগলেরই রয়েছে বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়ার একটি ওয়েবসাইট। এই সাইটের নাম ‘গুগল মাই বিজনেস’। জিমেইল অ্যাকাউন্ট দিয়েই এখানে অ্যাকাউন্ট তৈরি করা যায়। এরপর নিজের ব্যবসার ছোটখাট একটা বর্ণনা লিখে দিন, অফিসের ঠিকানা লিখে দিন এবং ছবি আপলোড করুন। ব্যাস, তৈরি হয়ে যাবে আপনার ওয়েবসাইট এবং গুগল সার্চেও আপনার ওয়েবসাইটটি দেখা যাবে।
২. বিং প্লেসেস ফর বিজনেস
সার্চ ইঞ্জিনের লড়াইয়ে গুগলের পরই বিংয়ের অবস্থান। উত্তর আমেরিকার এক তৃতীয়াংশ সার্চ হয় বিং-এ। গুগলের মতো বিংয়েরও রয়েছে বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়ার ওয়েবসাইট, যার নাম বিং প্লেসেস। এখানেও বিনামূল্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট খোলা যাবে।
৩. ফেসবুক পেজ
ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালানো সবচেয়ে সহজ। এখন বিশ্বের ছোট বড় সব ব্যবসাপ্রতিষ্ঠানেরই রয়েছে ফেসবুক পেজ। এর মাধ্যমে বিনামূল্যে অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছানো যায়। আর সে কারণেই বিশ্বজুড়ে এত জনপ্রিয় ফেসবুক। অনলাইনে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ব্যবহৃত হয় ফেসবুক পেজ। আর এসব ব্যবসায়িক প্রচারণার জন্য ফেসবুক পেজ খোলার জন্য রয়েছে আলাদা অপশন।
৪. ইয়েল্প
ইয়েল্প মূলত বিজনেস রিভিউ সাইট। ব্যবসায়িক উদ্যোক্তারা এখানে নিজের পণ্য বা সেবার বিজ্ঞাপন বিনামূল্যে দিতে পারেন। সেখান থেকে ব্যবহারকারীরা এসব পণ্য ও সেবা সম্পর্কে রিভিউ দেন। এসব রিভিউ কিন্তু খুবই কার্যকর। ইয়েল্প কর্তৃপক্ষের দাবি প্রতি মাসে ৮৯ কোটি ইউনিক ভিজিটর রয়েছে তাদের।
৫. ট্রিপ অ্যাডভাইজার
যারা ঘুরতে ভালোবাসেন তাঁদের জন্য খুবই উপকারী সাইট। যাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা, তারাও এই সাইট থেকে ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন। ট্রিপ অ্যাডভাইজার সাইটে গিয়ে নিজের প্রতিষ্ঠানের প্রোফাইল খুলতে পারবেন যে কেউ। ব্যবহারকারীরা সেসব প্রোফাইলে রিভিউ লিখতে পারবেন। ভ্রমণ ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট এবং হোটেলের ঠিকানা। ট্রিপ অ্যাডভাইজার বলছে, প্রতি মাসে ৩৭ কোটি ৫০ লাখ ইউনিক ভিজিটর রয়েছে তাদের সাইটে। সাইটটিতে রয়েছে ২৮টি ভাষায় লেখা ২৫ লাখ রিভিউ এবং মতামত। বুঝতেই পারছেন এখানে কোনো কিছু নিয়ে আলোচনা করা হলে সেটা কত মানুষের কাছে পৌঁছে যাবে।
৬. মার্চেন্ট সার্কেল
মার্চেন্ট সার্কেল ওয়েবসাইটে বিভিন্ন স্থানীয় ছোটখাট প্রতিষ্ঠানের খোঁজখবর এবং রিভিউ দেওয়া থাকে। গ্রাহকরা এখানে রিভিউ লেখেন, ফ্রি কুপন ডাউনলোড করতে পারেন এবং সেবার রেটিং দিতে পারেন। এই ওয়েবসাইটে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। মার্চেন্ট সার্কেলে রয়েছে ১৭ লাখ রেজিস্টার্ড মার্চেন্ট।
৭. ইয়েলো পেজেস
ব্যবসার প্রচারণার জন্য জনপ্রিয় সাইট ইয়েলো পেজেস। এই সাইট কাজ করে অনেকটা ডিরেক্টরির মতো। সেবা ও পণ্য খুঁজে পাওয়ার জন্য খুবই কাজের সাইট এটি। পণ্য বা সেবার প্রচারণার জন্য এই সাইটে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যায় এবং কেউ সার্চ দিলে সেই সংক্রান্ত ফলাফল দেখাবে সাইটটি। অ্যানড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশনও রয়েছে ইয়েলো পেজেসের।
৮. ফোরস্কয়ার
কয়েক বছর আগেও তেমন জনপ্রিয় ছিল না ফোরস্কয়ার। কিন্তু এখন পণ্যের প্রচারের জন্য ফোরস্কয়ার বেশ জনপ্রিয় হয়েছে। এটা অনেকটা সোশ্যাল মিডিয়ার মতোই কাজ করে। ফোরস্কয়ারে ব্যবহারকারীরা বিভিন্ন লোকেশনে চেকইন দিতে পারেন। উদ্যোক্তা হিসেবে আপনিও আপনার ব্যবসাপ্রতিষ্ঠানের নামে চেকইন দিতে পারেন। এর প্রোফাইল তৈরি করতে পারবেন এবং সবাইকে আমন্ত্রণ জানাতে পারবেন।
৯. ক্রেইগসলিস্ট
দেখে হয়তো সাদামাটা একটা সাইট মনে হবে কিন্তু এই সাইট ব্যবহারকারীদের কাছে ভীষণ জনপ্রিয়। ক্রেইগসলিস্ট হচ্ছে ক্ল্যাসিফাইড অনলাইন পোর্টাল। প্রতিদিন এই সাইট ভিজিট করেন এক কোটি ইউনিক ভিজিটর। তাই কেনাবেচার জন্য এই সাইট খুবই জনপ্রিয়। পৃথিবীর প্রায় সব মহাদেশ থেকেই পণ্য কেনাবেচার সুযোগ রয়েছে সাইটটিতে।