ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার ‘ফটো ম্যাজিক’
বন্ধুদের কাছে যেন সহজেই ছবি পাঠানো যায়, সে ব্যবস্থা করতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার। সামনেই বড়দিন আর নতুন বছর নিয়ে উন্মাদনা তৈরি হবে। অনেকেই লম্বা ছুটিতে ঘুরতে বেরিয়ে পড়বেন। আর তখন ছবিও তোলা হবে প্রচুর। সেসব ছবি যেন কেউ মিস না করে যায়, সে জন্য ফেসবুক মেসেঞ্জারে যোগ করা হয়েছে নতুন একটি ফিচার, যার নাম ‘ফটো ম্যাজিক’।
এই ফিচারের সুবিধা হচ্ছে, আপনার সঙ্গে ছবিতে থাকা বন্ধুদের কাছে আলাদা করে ছবি পাঠাতে হবে না। মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা বন্ধুদের শনাক্ত করে তাঁদের কাছে ছবি পাঠিয়ে দেবে। ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে প্রোফাইলে থাকা বন্ধুদের নাম ও চেহারা মিলিয়ে তাঁদের শনাক্ত করবে ফেসবুক। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
আগামী ২৪ ডিসেম্বর থেকে আইওএস এবং অ্যানড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই মেসেঞ্জারে এই অপশন চালু হবে। এর জন্য ব্যবহারকারীদের মেসেঞ্জারটি আপডেট করে নিতে হবে। আপডেট করার মাধ্যমে ফটো ম্যাজিক ফিচারটি চালু হয়ে যাবে।
মেসেঞ্জারে ফটো ম্যাজিক চালু করা হলে ব্যবহারকারীর প্রোফাইলে থাকা ব্যক্তিদের জন্য আলাদা একটি মেসেজিং থ্রেড চালু করবে ফিচারটি। এর পর থেকে সেখানেই তাঁদের তোলা সব ছবি মেসেজ করে পাঠিয়ে দেওয়া হবে।
ফটো ম্যাজিকে ছবি শেয়ারিংয়ের পাশাপাশি আরো কিছু সুবিধা যোগ করা হয়েছে, যেমন—একেক বন্ধুর জন্য আলাদা রঙের থিম পছন্দ করা যাবে মেসেজিংয়ের জন্য, আবার তাঁদের পুরো নাম না লিখে অন্য কোনো ছোট নামও ব্যবহার করা যাবে, যাতে তাঁদের সহজে খুঁজে পাওয়া যায়।
বর্তমানে বিশ্বজুড়ে ৭০ কোটি মানুষ ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত গড়ে প্রতি মাসে নয় হাজার ৫০০ কোটি ছবি পাঠানো হয়। প্রতিষ্ঠানটির ডেভেলপাররা আশা করছেন, ফটো ম্যাজিক ফিচারের মাধ্যমে এই সংখ্যা আরো বাড়বে।
চালু করার আগে অস্ট্রেলিয়ায় এক মাসে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে মেসেঞ্জারের নতুন এই ফিচার। তবে নতুন এই ফিচার ব্যবহারের সুযোগ পাচ্ছেন না কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বাসিন্দারা।