‘গুগল ওয়াই-ফাই’ নামক স্মার্ট রাউটার আনছে গুগল
চলতি মাসে এক বছর পূর্ণ করল গুগলের স্মার্ট ওয়ানহাব রাউটার। তবে গুজব শোনা যাচ্ছে, নতুন একটি রাউটার উন্মোচন করতে যাচ্ছে গুগল। ‘গুগল ওয়াই-ফাই’ নামক এই স্মার্ট রাউটার সম্পর্কিত আনুষ্ঠানিক তথ্য জানানো হতে পারে অক্টোবরে গুগলের একটি অনুষ্ঠানে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনো বাফেলোর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রযুক্তিবিষয়ক আরেকটি ওয়েবসাইট অ্যানড্রয়েড পুলিশ জানিয়েছে, ওয়ানহাবের বেশ কিছু ফিচার যুক্ত থাকবে গুগল ওয়াই-ফাইয়েও। আইএফটিটিটি সাপোর্ট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আপডেটের মতো ফিচার বাদ যাচ্ছে না নতুন রাউটারেও।
অন্যদিকে, গুগল ওয়াই-ফাইয়ে থাকতে পারে মেশ নেটওয়ার্ক টপোলজি, যার মাধ্যমে নির্দিষ্ট স্থানে ছড়িয়ে থাকা বিভিন্ন রাউটারের সঙ্গে সংযুক্ত হতে পারবে গুগল ওয়াই-ফাই। তবে প্রথম পর্যায়েই এ সুবিধা অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। পরে আপডেটের মাধ্যমে আসতে পারে মেশ নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ।
রাউটারের দাম সম্পর্কেও একটি ধারণা দিয়েছে অ্যানড্রয়েড পুলিশ। তাদের ভাষ্য অনুযায়ী, গুগলের নতুন স্মার্ট রাউটারটির দাম হতে পারে ১২৯ মার্কিন ডলার।
প্রযুক্তি দুনিয়ার সবাই এখন সামনের মাসের গুগলের ইভেন্ট নিয়ে বেশ উৎসাহী। ধারণা করা হচ্ছে, পিক্সেল স্মার্টফোন এবং গুগল ওয়াই-ফাই ছাড়াও সাত ইঞ্চি পর্দার একটি ট্যাব, ফোরকে উপযোগী ক্রোমকাস্ট, ডেড্রিম ভিআর হেডসেট উন্মোচন করতে পারে গুগল। তবে ৪ অক্টোবরের আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।