স্মার্ট সানগ্লাস আনছে স্ন্যাপচ্যাট
মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট প্রথমবারের মতো বাজারে আনতে যাচ্ছে তাদের নিজস্ব একটি গেজেট। স্পেকটিকলস নামে এই গেজেট মূলত একটি সানগ্লাস, যেখানে থাকবে বিল্ট-ইন ক্যামেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এই খবর।
স্পেকটিকলসের দাম রাখা হচ্ছে ১৩০ মার্কিন ডলার। এই স্মার্ট গ্লাসটি একনাগাড়ে ৩০ সেকেন্ড ভিডিও করতে সক্ষম। অন্যদিকে স্ন্যাপচ্যাট তাদের নাম পরিবর্তন করে রাখছে স্ন্যাপ ইনকরপোরেটেড।
তরুণদের মাঝে ভীষণ জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটের এই পদক্ষেপ দেখে নিশ্চিতভাবে ধারণা করা যাচ্ছে, শুধু অ্যাপের ভেতরেই আর তারা আটকে থাকতে চায় না।
স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইভান স্পিগেল ওয়াল স্ট্রিট জার্নালে গত শুক্রবার স্পেকটিকলস নিয়ে বিভিন্ন তথ্য জানান।
স্পেকটিকলস নির্মাণে কেন উৎসাহী হলেন এবং এই স্মার্ট সানগ্লাস ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে জানান স্পিগেল সেখানে। তিনি বলেন, ‘আমরা ক্যালিফোর্নিয়া স্টেট পার্কে গিয়েছিলাম দুই দিনের জন্য। আমরা বনের ভেতর দিয়ে হাঁটছিলাম, গাছের গুঁড়িতে পা ফেলছিলাম আর চেয়ে দেখছিলাম দারুণ সব গাছগাছালি। এবং যখন আমি আমার এই ভিডিও ফুটেজগুলো পেলাম এবং দেখলাম, আমি যেন আমার নিজের স্মৃতিকে দেখতে পেলাম নিজের চোখে; ব্যাপারটা ছিল অবিশ্বাস্য।’
স্পিগেল আরো যোগ করেন, ‘নিজের অভিজ্ঞতার বিভিন্ন ছবি দেখার ব্যপারটা একরকম আর নিজের অভিজ্ঞতার এক অভিজ্ঞতা পাওয়ার ব্যাপারটা অন্য রকম। আমি এই পরের ব্যাপারটিই উপলব্ধি করতে পারছিলাম।’
অন্যদিকে স্পেকটিকলস সম্পর্কে এ মুহূর্তে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না। জানা গেছে, সানগ্লাসটি নতুন একটি ফরম্যাটে ভিডিও ধারণ করবে। তা ছাড়া এই গেজেটে চার্জ থাকবে টানা একদিন। একটি ছোট লাইট যুক্ত থাকবে সানগ্লাসটির সামনে। যা দেখে বোঝা যাবে, সানগ্লাসটি ভিডিও ধারণের কাজে ব্যবহৃত হচ্ছে কি না।
স্মার্ট গ্লাস বানানোর প্রকল্প হাতে নিয়েছিল গুগল। তবে দেড় হাজার ডলারের এই দামী চশমা তেমন একটা জনপ্রিয়তা পায়নি। উল্টো জন্ম দিয়েছিল বিভিন্ন রকমের বিতর্ক। শেষ পর্যন্ত গুগল তাদের স্মার্টগ্লাস প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হয়।
ছবি : বিবিসি