এশিয়ায় গুগলের প্রথম স্টার্টআপ ক্যাম্পাস
এশিয়ায় নিজেদের প্রথম ‘স্টার্টআপ ক্যাম্পাস’ চালু করেছে গুগল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই ক্যাম্পাস চালু করা হয়েছে। এর আগে লন্ডন এবং তেল আবিবে এ ধরনের ক্যাম্পাস চালু করেছে গুগল।
সিউলের গ্যাংনাম এলাকায় ২১ হাজার ৫২৮ বর্গফুট জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে ক্যাম্পাসটি। এখান থেকেই এশিয়ায় নতুন চালু হওয়া প্রতিষ্ঠান (স্টার্টআপ), উদ্যোক্তা, ডেভেলপার এবং বিনিয়োগকারীদের প্রশিক্ষণ, পরামর্শ এবং সহায়তা দেবে গুগল।
গ্যাংনাম এলাকাটি সিউলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। কয়েক বছর ধরে এই এলাকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি নতুন প্রযুক্তিপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার বড় বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় এই এলাকায় অবস্থিত। তাই বিনিয়োগকারী বা উদ্যোক্তাদের সহজেই এখানে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন বলে আশা করছে গুগল।
গুগলের গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ ডিরেক্টর ম্যারি গ্রোভ গুগলের অফিশিয়াল ব্লগে লিখেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি জায়গা তৈরি করা যেখানে এসে উদ্যোক্তারা নিজেদের আরো এগিয়ে নিতে পারে। আমরা আঞ্চলিক ক্যাম্পাস খুলছি কারণ উদ্যোক্তারা যাতে নিজেদের এলাকায় থেকেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ পায়।’
গ্রোভ আরো বলেন, ‘এশিয়াতে এটাই গুগলের প্রথম ক্যাম্পাস। আমরা আশা করি সিউল ক্যাম্পাসের মাধ্যমে গুগল আরো বেশি উদ্যোক্তা, ডেভেলপার এবং বিনিয়োগকারীর কাছে পৌঁছাতে পারবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা এশিয়ার বাজার সম্পর্কে ধারণা পাবে এবং উদ্যোক্তারাও বিশ্ব বাজারে নিজেদের স্টার্টআপের জন্য বিনিয়োগকারী খুঁজতে পাবে।’