ফ্লোরিডায় ভোট দিলেন মেলানিয়া ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোর ৫টার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) দিকে ভোটগ্রহণ শুরু হয়। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দিলেও আজ ভোট দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, এক বছর আগে ট্রাম্প-মেলানিয়া দম্পতি নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডার বাসিন্দা হন। আজ নির্বাচনের দিন মেলানিয়া ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কেন আগাম ভোট দেননি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেলানিয়া বলেন, ‘এটা নির্বাচনের দিন, সুতরাং আমি চেয়েছিলাম আজকের দিনেই ভোটকেন্দ্রে আসতে।’
এর আগে গত ২৫ অক্টোবর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় আগাম ভোট দেন ডোনাল্ড ট্রাম্প। পরে নিজেই প্রকাশ্যে জানিয়ে দেন, ‘ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছি।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো জয়ের ব্যাপারে আশাবাদী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। মিশিগানে গ্র্যান্ড র্যাপিডসে সোমবার বিপুল সমর্থকের করতালিতে নির্বাচনী প্রচার শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আমরা আরেকটি মহান বিজয় পেতে যাচ্ছি।’
২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে যখন দুশ্চিন্তায় ছিলেন ট্রাম্প, সেবারও ঠিক এই জায়গায় শেষ প্রচার চালিয়েছিলেন তিনি। এবারও সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আরেকবার ইতিহাস গড়তে যাচ্ছি।’