বাতাসের মান বাড়াতে রিয়াদে ৭৫ লাখ গাছ লাগাবে সৌদি আরব
রাজধানী রিয়াদে আগামী ১০ বছরে ৭৫ লাখ গাছ লাগাবে সৌদি আরব। এ লক্ষ্যে এক হাজার ১০০ কোটি মার্কিন ডলারের ‘গ্রিন রিয়াদ’ প্রকল্প হাতে নিয়েছে দেশটি। আরব নিউজের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
২০৩০ সালের মধ্যে গ্রিন রিয়াদ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন গ্রিন রিয়াদ প্রকল্পের পরিচালক আব্দুল আজিজ আল মুকবিল। বিশেষজ্ঞদের পরামর্শে গাছের প্রজাতি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকল্পটির আওতায় রিয়াদজুড়ে তিন হাজার ৩০০টিরও বেশি পার্ক ও উদ্যান গড়ে তোলা হচ্ছে। শহরের অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ নিয়ে কাজ করছে গ্রিন রিয়াদ প্রকল্প।
আব্দুল আজিজ আল মুকবিল বলেন, শহরের বায়ুর মান বৃদ্ধি করতে এই বিপুল সংখ্যক গাছ লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে।