বৃদ্ধের পেনশন তুলতে তাঁরই মরদেহ নিয়ে পোস্ট অফিসে দুই যুবক!
এ যেন সিনেমার কাহিনি বাস্তবে দেখা গেল। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে। উপযুক্ত প্রমাণ ছাড়া পেনশনের টাকা দিতে চাইছিলেন না পোস্ট অফিসের কর্মীরা। তাই পেনশনভোগীর মরদেহ নিয়ে সেখানে হাজির হন দুই সন্দেহভাজন যুবক। এমন ঘটনায় তাজ্জব বনে যান পোস্ট অফিসের কর্মীরা।
ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত ব্যক্তির নাম পিডার ডয়েল (৬৬)। তিনি পেনশন পেতেন। আইরিশ পুলিশ জানিয়েছে, যে দুই যুবক গত শুক্রবার পিডারের মরদেহ নিয়ে এসেছিলেন, তাঁরা তাঁর পূর্বপরিচিত। পিডারের পেনশনের টাকা হাতানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা।
পুলিশ বলছে, প্রথমে পিডারের আত্মীয় পরিচয় দিয়ে পোস্ট অফিসে তাঁর পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন দু যুবক। কিন্তু, পোস্ট অফিসের কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা পিডারকে কিংবা তাঁর পরিবারের কাউকে পোস্ট অফিসে নিয়ে আসতে বলেন। এর পরই দুই যুবক পিডারের মরদেহে ভালো করে পোশাক, টুপি পরিয়ে পোস্ট অফিসে হাজির হন। প্রথম দেখাতে পোস্ট অফিসের কেউ বুঝতেই পারেননি যে, ওটা পিডারের মরদেহ। পিডারকে দেখিয়ে আবারও পেনশনের টাকা দাবি করেন দুই যুবক।
এর মধ্যেই পোস্ট অফিসের এক কর্মী খেয়াল করেন, চেয়ারে বসে থাকা ‘পিডারের’ কোনো নড়াচড়া নেই। এমনকি চোখও ছিল স্থির। বিষয়টি নজরে আসতেই পোস্ট অফিস থেকে পুলিশে ফোন করা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে পিডারের মরদেহ ফেলে পালান দুই যুবক।
পরে পুলিশ এসে পিডারের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে—দুদিন আগেই পিডারের মৃত্যু হয়েছে।
আয়ারল্যান্ডের এ ঘটনায় হলিউডের ‘উইকএন্ড অ্যাট বার্নি’স’ সিনেমার প্রসঙ্গ টেনেছে ডেইলি মেইল। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ওই মার্কিন ডার্ক কমেডি ফিল্মে এক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের দুই কর্মী এবং তাঁদের বসের মরদেহ নিয়ে নানা কাণ্ডকীর্তি দেখানো হয়।