সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ২০ জুলাই
সৌদি আরবে গতকাল শুক্রবার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২০ জুলাই সেখানে ঈদুল আজহা উদযাপন করা হবে। সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।
চাঁদ না দেখা যাওয়ায় আগামীকাল (১১ জুলাই) থেকে আরবি বছরের শেষ মাস জিলহজ শুরু হতে যাচ্ছে।
আগামী ১৭ জুলাই (৭ জিলহজ) থেকে ২১ জুলাই (১১ জিলহজ) পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হবে। অর্থাৎ এ বছর আরাফার দিন হচ্ছে ১৯ জুলাই (৯ জিলহজ)।
মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর সৌদি আরবের মাত্র ৬০ হাজার মুসল্লিকে হজ পালনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার। এরই মধ্যে ৬০ হাজার মুসল্লির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।