হজমন্ত্রীকে বরখাস্ত করেছেন সৌদি বাদশাহ
সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ বিন্তিনকে বরখাস্ত করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গতকাল শুক্রবার রাজকীয় এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ইসসাম বিন সাইয়িদকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে মোহাম্মদ বিন্তিনকে বরখাস্তের কোনো কারণ জানানো হয়নি। ২০১৬ সাল থেকে হজ ও ওমরাহ মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
এক টুইটে এসপিএ জানায়, ‘হজ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনকে পদচ্যুত করা হলো।’
এ ছাড়া রাজকীয় আরেকটি আদেশে জেনারেল এভিয়েশন অথরিটির প্রধান আবদুলহাদি আল-মানসুরিকেও অপসারণের কথা জানানো হয়। তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পদে নিযুক্ত করা হয়।
এভিয়েশন অথরিটির নতুন প্রধান করা হয়েছে আবদুলআজিজ আল-দুয়ায়েলিজকে।