ভারতের নতুন অবস্থানে পাকিস্তানের সতর্কবার্তা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমারের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর হামলায় (মানুষের) মনোভাবের পরিবর্তন হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এ মন্তব্য করেন।
পাকিস্তানের প্রতি খোঁচা দিয়ে তিনি বলেন, ‘যারা এরই মধ্যে ভারতের নতুন অবস্থানকে ভয় পায়, তারাই প্রতিক্রিয়া করছে। চিন্তার আদল বদলে গেলে অনেক কিছু বদলে যায়। গত দু-তিনদিনে আপনারা এটা দেখেছেন। বিদ্রোহীদের বিরুদ্ধে সহজ একটি অভিযানের ফলে দেশের সার্বিক নিরাপত্তার সম্পর্কে মনোভাব বদলে গেছে।’ প্রতিরক্ষা ক্রয় সহজীকরণের প্রয়োজনীয়তার ওপর কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তান জোরালো পদক্ষেপ না নিলে মিয়ানমারের মতো একই ধরনের অভিযান পাকিস্তানে পরিচালনা করা হবে। এ ধরনের মতামত আসতে থাকায় সতর্ক করে দিয়েছে পাকিস্তান।
মিয়ানমারের অভিযানের একদিন পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান বলেন, ‘পাকিস্তানকে মিয়ানমার ভাবলে হবে না, পাকিস্তানের ভূখণ্ডে এ ধরনের অভিযান পরিচালনার চিন্তা করা ভারতের উচিত হবে না।’
আনন্দবাজারের এক প্রতিবেদন জানিয়েছে, বুক চিতিয়ে চলছেন মোদি, কংগ্রেস রয়েছে গুটিয়ে। এতে আরো বলা হয়, জঙ্গি নিধনের কৃতিত্ব নিতে শুরু করেছেন নরেন্দ্র মোদি, এ যেন কারগিল ফুঁসছে। সোনিয়া গান্ধীর দল কী প্রতিক্রিয়া দেবে তাও খুঁজে পাচ্ছে না।
সেনা অভিযান সম্পর্কে বিস্তারিত জানাননি মন্ত্রী। একই সঙ্গে সামরিক অভিযান সম্পর্কে সাংবাদিকদের কাছে প্রশ্ন নেননি তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর গত বুধবার মিয়ানমারে সামরিক অভিযানের বিষয়টি উদযাপন করেন। এর মাধ্যমে যেসব প্রতিবেশী দেশ সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় তাদের প্রতি বার্তা দেন তিনি। তাঁর বিবৃতিতে অন্য মন্ত্রীদের সঙ্গে বক্তব্যের মিল পাওয়া যায়। রাঠোর বলেন, ভারতের পশ্চিম সীমান্তে শত্রুদের এ ধরনের তৎপরতা অথবা ২৬/১১ মুম্বাই হামলার মতো কোনো উসকানি এলে ভারতের সেনাবাহিনী প্রতিবেশী দেশগুলোয় একই অভিযান চালাবে।
মিয়ানমারে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডো অপারেশন নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বলে দাবি করছে তার দলের নেতা, রাজনৈতিক বিশ্লেষক এমনকি গণমাধ্যমগুলো।
গত ৯ জুন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যের সীমান্তবর্তী মিয়ানমার ভূখণ্ডে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। অভিযানে ৫০ বিদ্রোহীকে হত্যা করে সেনারা। গত ৪ জুন মনিপুরে জঙ্গিদের হামলায় ১৮ সেনাসদস্য নিহত হন।