সন্দেহভাজনদের ধরতে প্যারিসে অভিযান, নিহত ২
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার বন্দুক হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ধরতে চালানো পুলিশের অভিযানে দুজন নিহত হয়েছে। আজ বুধবার প্যারিসের উত্তরে এ ঘটনা ঘটে। বন্দুক হামলার পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদকে গ্রেপ্তার করতে এ অভিযান চালানো হচ্ছে।
অভিযানের সঙ্গে জড়িত এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেন্ট ডেনিস এলাকায় চালানো সন্ত্রাসবিরোধী এ অভিযানে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া যে অ্যাপার্টমেন্টে এই অভিযান চালানো হয়েছে, সেখানে এখনো অজ্ঞাত ব্যক্তিরা লুকিয়ে আছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্ট থেকে এক নারীকে শরীরে বোমা বেঁধে নিজেকে উড়িয়ে দিতে দেখা গেছে। কেউ কেউ বলছেন একজন নয়, দুজন নিহত হয়েছে।
একটি সশস্ত্র দল ওই অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে—এমন খবর পেয়ে প্যারিসের যৌথ বাহিনী স্থানীয় সময় বুধবার ভোর সোয়া ৪টায় সেখানে অভিযান চালায়। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছে বলে প্যারিসের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে আর কিছু জানায়নি তারা।
তবে অভিযান শুরু হওয়ার এক ঘণ্টা পরও সেখান থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। অভিযান এখনো চলছে বলেও জানিয়েছে ফ্রান্সের গণমাধ্যমগুলো।
এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে প্যারিসের পুলিশ।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তিন মাসের জন্য জরুরি অবস্থা জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ একটি বৈঠক আহ্বান করেছেন। এর পর সিদ্ধান্তটি ভোটাভুটির জন্য দেশটির আইনপ্রণেতাদের হাতে তুলে দেওয়া হবে।
ইউরোপের ইতিহাসে ভয়াবহ এই হামলার পরপরই বোমা হামলার হুমকি পেয়ে গতকাল মঙ্গলবার জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যকার একটি ফুটবল ম্যাচ বাতিল করা হয়।