ট্রাম্প ‘বেকুব’, ‘পাগলা’, ‘বিষাক্ত’
‘বেকুব’, ‘পাগলা’, ‘বিষাক্ত’, ‘হাস্যকর’। এ শব্দের তালিকা আরো বাড়ানো যেতে পারে। যাকে উদ্দেশ্য করে এসব শব্দগুচ্ছ ছোড়া হয়েছে, তিনি বিশ্বজুড়ে আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। পেশায় ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী।
সম্প্রতি একটি বিতর্কে মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা চান ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর সমালোচনায় মুখর হয় বিভিন্ন মহল। সে তালিকায় এগিয়ে ব্রিটিশরা।
দেশটির পার্লামেন্টের ওয়েবসাইটে পাঁচ লাখ লোক ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা চান। সে বিষয়টি স্থানীয় সময় সোমবার পার্লামেন্টে বিতর্ক হয়। সেই বিতর্কে অধিকাংশ আইনপ্রণেতা (এমপি) ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশ করতে না দেওয়ার পক্ষে মত দেন। ওই সময় তাঁরা ট্রাম্পকে নিয়ে নানা তির্যক মন্তব্য করেন।
এপির খবরে বলা হয়, বিতর্কে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বলেন, ‘তাঁর (ট্রাম্প) কথাগুলো হাস্যকর বা মজাদার নয়। তাঁর কথাগুলো বিষাক্ত।’
লেবার পার্টির আরেক এমপি জেক ড্রমি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন বেকুব লোক। আমাদের সৈকতে বিপজ্জনক বেকুব হতে দেওয়া হবে না তাঁকে।’
কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা টম টুডেন্ডহাট বলেন, ‘যখন আমি ভাবছি লোকটা পাগলা, যখন আমি মনে করছি, তাঁর সঠিক কোনো যুক্তি নেই, তখন আমি তাঁর মুখ বন্ধের পক্ষে নয়।’