আমাকে মনোনয়ন না দিলে দাঙ্গা হবে : ট্রাম্প
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি তাঁকে মনোনয়ন না দিলে দাঙ্গার আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প।
মনোনয়নের বিষয়ে রিপাবলিকান পার্টির কয়েকজন নেতা এমন ইঙ্গিত দিয়েছেন যে, জনগণ নয়, প্রার্থী নির্বাচন করবে দল। আর এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলছেন, যেহেতু জনগণের ভোটে তিনি জনপ্রিয় প্রার্থী হিসেবে নির্বাচিত হচ্ছেন তাই তাঁকে মনোনয়ন দিতে অস্বীকৃতি জানালে রীতিমতো দাঙ্গা বেঁধে যাবে।
এ বিষয়ে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অসাধারণভাবে অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করছি। প্রথম বারের মতো ভোট দিচ্ছে এমন ভোটাররাও আমাকেই চাইছে। আপনি যদি এসব মানুষের মতামতকে অগ্রাহ্য করেন তাহলে আমার মনে হয়, আপনারা এমন সব সমস্যার মুখোমুখি হবেন যা আগে কখনো দেখেননি।’ ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আপনাদের দাঙ্গার মোকাবিলা করতে হবে।’
এই মুহূর্তে ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টেক্সাসের টেড ক্রুজ এবং ওহাইও রাজ্যের গভর্নর জন কাশিচ।
গত মঙ্গলবার প্রাথমিকভাবে চারটি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এগুলো হলো ফ্লোরিডা, ইলিনয়, মিসৌরি এবং নর্থ ক্যারোলাইনা। তবে ওহাইওতে কাশিচের জয়ের কারণে ট্রাম্পের অবস্থান নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে। মনোনয়নের দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছেন টেড ক্রুজ।
নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার পর থেকে বিভিন্ন রকম বিতর্কিত বক্তব্য দিয়ে প্রায় সময়ই আলোচনা-সমালোচনার মাধ্যমে সংবাদের শীর্ষে থেকেছেন মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এসব বক্তব্যে কারণে তাঁকে সমর্থন না করতে রিপাবলিকান পার্টির প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির অনেক নেতা।