রায়হান আহমেদ তামীমের প্রথম বই ‘যাবতীয় তুমি সমাচার’
অমর একুশে বইমেলায় রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’। অমর একুশে বইমেলায় মোড়কবদ্ধ করছে প্রকাশনা সংস্থা দূরবীণ। এর প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
দূরবীণের প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, ‘বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলায় দূরবীণের পরিবেশক কিংবদন্তী পাবলিকেশনের স্টলে পাওয়া যাবে। পাশাপাশি রকমারি, পিবিএস বুকসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে। বইটি নিয়ে আমি আশাবাদী।’
রায়হান আহমেদ তামীম বলেন, ‘আমার লেখালেখির শুরু শৈশবে থেকে। গত কয়েক বছর বিভিন্ন পত্রিকা ও পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়। সেইসব কবিতা থেকে কিছু কবিতা বাছাই করে সংযোজন-বিয়োজনের পর বইয়ের জন্য পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’
রায়হান আহমেদ তামীম ছড়াকার, কবি ও ফিচার লেখক। কর্মজীবনে রাহনুমা প্রকাশনী এবং ইত্তিহাদ পাবলিকেশনে অনলাইন ইনচার্জ হিসেবে কাজ করেছেন। লেখালেখির পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহিত্য সম্পাদক হিসেবে যুক্ত আছেন।