গাজীপুরে মাদকের টাকা আত্মসাতে খুন, গ্রেপ্তার ২
গাজীপুরে মাদকের টাকা আত্মসাৎ করতেই এক মাদক সরবরাহকারীকে খুন করেছে মাদক ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, খুনের ঘটনার প্রায় চার মাস পর এর রহস্য উন্মোচন করেছে পিবিআই। হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিহত ওই মাদক সরবরাহকারীর পরিচয় এখনও জানা যায়নি।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানাধীন কামারিয়া গ্রামের শিমুল মোল্লা (৩০) এবং একই গ্রামের শরীফ খান (২৮)।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, গত ২৯ মার্চ দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানাধীন চিলনী এলাকার বিলে আলমগীর হোসেনের মাছের খামারে এক ব্যক্তির অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পরের দিন থানায় একটি মামলা দায়ের করেন উপপরিদর্শক (এসআই) ননী গোপাল সরকার। পরে ২ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে চাঞ্চল্যকর ও ক্লুলেস এ খুনের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুরের পিবিআইকে। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পরিদর্শক এ কে এম রেজাউল করিম তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িত শিমুল মোল্লা ও শরীফ খানকে গ্রেপ্তার করেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার শিমুল মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে আজ মঙ্গলবার পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি গ্রেপ্তারকৃত দুজন। তবে তার পরিচয় উদ্ঘাটনের জোর চেষ্টা চলছে।
মোহাম্মদ মাকছুদের রহমান আরও জানান, ঘটনায় জড়িত আসামিরা প্রত্যেকেই মাদক ব্যবসায়ী। এমনকি ভিকটিম নিজেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে তারা। ভিকটিম প্রায়ই ইয়াবার চালান এনে ঘটনায় জড়িত আসামিদের কাছে পৌঁছে দিতেন। শিমুলসহ মামলার অপর আসামিদের সঙ্গে যোগাযোগ করে ভিকটিম ঘটনার দিন দেড় হাজার পিস ইয়াবার চালান চট্টগ্রাম থেকে গাজীপুরের বাড়িয়া এলাকায় পৌঁছে দেন। এ সময় শিমুল ও তার সহযোগীরা আগের ইয়াবার চালানের পাওনা টাকা এবং ঘটনার দিনের সরবরাহকৃত ইয়াবার টাকা আত্মসাতের উদ্দেশ্যে ভিকটিমকে মারধর করেন এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি গুম করার জন্য পলিথিন দিয়ে পেঁচিয়ে চিলনি বিলে মাছের খামারের পানিতে ডুবিয়ে দেন বলে গ্রেপ্তারকৃত শিমুল জানিয়েছেন।