পাচারকারীর পেটে মিলল ইয়াবা, গ্রেপ্তার ১
পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দুই হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করেছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ। আজ বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারীর নাম মনজুর আলম (৪০)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টার সময় কেরানীহাট স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এসআই মো. মমিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মনজুরকে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেক তথ্য দিতে থাকেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁর পেটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি প্রকাশ করেন। পরে পুলিশ মনজুরের পেট এক্সরে করলে সেখানে ইয়াবা থাকার বিষয়টি প্রমাণিত হয়। পরে বিশেষ কৌশলে মনজুর আলমের পেট থেকে মোট দুই হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন আরও বলেন, গ্রেপ্তার মনজুর আলম পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তিনি ইয়াবাসহ গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে নিজের পেটের ভেতরে করে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।