সুষ্ঠু তদন্ত না করে নাশকতার প্রশ্ন দায়িত্বহীনতার পরিচয় : মির্জা ফখরুল
আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেছেন, সুষ্ঠু তদন্ত না করে নাশকতার প্রশ্ন দায়িত্বহীনতার পরিচয়।
আজ শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল এবং বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আজ বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের অর্থনীতি সচল করেছিলেন। দেশের মানুষ যখন শক্ত পায়ে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করেছে। তারা আগের মতো আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ পরিণত করতে চায়। এ থেকে মুক্তি পেতে প্রয়োজন জাতীয় ঐক্য।’
বর্তমান প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতা দখল করেছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা আমাদেরকে সব সময় বলেন, আমরা নাকি মিথ্যা কথা বলি। তবে, তিনি (শেখ হাসিনা) আজকেও দায়িত্বহীনতার পরিচয় দিলেন। রাজধানীর বাজারগুলোতে আগুন লাগার ঘটনায় বিএনপি জড়িত কি না তা খতিয়ে দেখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তদন্তের আগেই তিনি বলে দিলেন। তার মানে, তদন্তটা সেভাবেই করতে হবে। এভাবে তারা বিএনপিকে টার্গেট করছে।’
সরকারের ব্যর্থতায় একের পর অগ্নিকাণ্ড ঘটছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তাদের ব্যর্থতায় আগুন লাগছে। অথচ, সরকার তা সঠিক তদন্ত করতে পারছে না। সব জায়গায় ষড়যন্ত্র দেখেন।’
পেশাজীবী নেতৃবৃন্দের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘সকল দেশপ্রেমিক জনতাকে ফের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বিএনপি ঘোষিত ১০ দফার মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করাতে হবে। জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে।’
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী ও সদস্যসচিব ডা. এ কে এম মাসুদ আক্তার জীতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক কেবিনেট সচিব এ এস এম আব্দুল হালিম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপিনেতা আবদুল হাই শিকদার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, এ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, সংস্কৃতি চর্চা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।