হাসেম ফুডসের কারখানায় মিলল আরও একজনের মাথার খুলি ও হাড়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের আগুনে পোড়া সেজান জুস কারখানার চতুর্থ তলা থেকে আরও একজনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিস ও পুলিশ তল্লাশি চালিয়ে ভস্মস্তুপের ভেতর থেকে এসব উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. হারুন আর রশিদ জানান, ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানার পুলিশ হাসেম ফুডসের আগুনে পুড়ে যাওয়া সেজান জুস কারখানার চারতলায় আবার আজ দুপুরে তল্লাশি শুরু করে। বিকেলের দিকে চারতলার দক্ষিণ কোণে ভস্মস্তুপের ভেতর থেকে একটি মাথার খুলি ও কিছু হাড় পাওয়া যায়। উদ্ধারকৃত মাথার খুলি ও হাড় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার তল্লাশি করে তিনজনের দেহের হাড় উদ্ধার করা হয়।
গত ৮ জুলাই রূপগঞ্জের সেজান জুস কারখানায় ভয়াবহ আগুন লাগে। কর্মরত শ্রমিকরা জীবন বাঁচাতে লাফিয়ে নামতে গিয়ে ঘনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরদিন ফায়ার সার্ভিস কর্মীরা আরও ৪৮ জনের মৃতদেহ উদ্ধার করে। সেই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার পর ৪৫ স্বজনের কাছে বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। আগুনের ঘটনায় রূপগঞ্জ থানায় হাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ আটজনের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।