আত্মসমর্পণের পর মিনু জেলহাজতে
গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে দায়ের করা সাতটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে জেলহাজতে পাঠানো হয়েছে।
urgentPhoto
মিনু আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর হাকিম জয়ন্তী রাণী দাসের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ প্রিজন ভ্যানে করে মিনুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।
গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পর ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের সময় রাজশাহী নগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে আটটি নাশকতার মামলা করে পুলিশ। এর মধ্যে গাড়ি পোড়ানোর একটি মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।