খুলনায় পাটকল খুলে দেওয়ার দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ
ব্যক্তি মালিকানাধীন সাতটি জুটমিল চালু এবং আট দফা দাবিতে আজ রোববার খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী রেলপথ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয় নগরীর ফুলবাড়ী গেট এলাকায়।
ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আহ্বানে চলমান কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধ চলাকালে যশোর সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা রেললাইনের ওপর লাল পতাকা দিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে এই সময় কোনো ট্রেন চলাচল ছিল না।
সংগঠনের সভাপতি শেখ আনসার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, শেখ আমজাদ হোসেন, মো. হুমায়ুন কবীর, জাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা খুলনার বন্ধ থাকা সাতটি জুটমিল পুনরায় চালু এবং তাদের বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান। তাঁরা বলেন, দ্রুত এই বন্ধ মিলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া না হলে আবারও সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে।