ঢাকায় আসছেন শারম্যান-নিশা
চতুর্থ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারম্যান ঢাকায় আসছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাংলাদেশে পৌঁছার কথা আছে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, সফরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে শারম্যানের সঙ্গে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
সংলাপের প্লেনারি সেশনে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন শারম্যান। বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব এম শহীদুল হক।
শারম্যানের সফর উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি (শারম্যান) সরকার (বাংলাদেশ সরকার) ও বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বিষয়গুলো উত্থাপনের পরিকল্পনা করেছেন।’
সংলাপের আলোচনায় সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনও থাকতে পারে। কারণ, ভোট হওয়ার পরপরই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘ভোটকেন্দ্রগুলোতে কারচুপি, হুমকি ও সহিংসতা এবং বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বর্জনের সরাসরি ও বিশ্বস্ত খবর শুনে আমরা হতাশ।’
যুক্তরাষ্ট্র বলেছে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটে অনিয়ম তদন্ত হওয়া গুরুত্বপূর্ণ। বিষয়টির উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো মূল্যে সহিংসতা এড়িয়ে আইনের সীমায় থাকতে আমরা সব গোষ্ঠীর প্রতি আহ্বান জানাই।’
দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও মজবুত করার ফোরাম হলো অংশীদারত্ব সংলাপ। এ সংলাপে উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহায়তা বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, অংশীদারত্ব সংলাপে বিভিন্ন ইস্যুতে দুই দেশের উন্নতি পর্যালোচনা, সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে বাংলাদেশের শ্রম-পরিস্থিতি এবং অগ্রাধিকারমূলক বাজার-সুবিধার (জিএসপি) বিষয়টিও আলোচনায় আসতে পারে।