সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬ : বনমন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবনের প্রায় সর্বত্র বাঘের বিচরণ রয়েছে। এখানে বর্তমানে বাঘের সংখ্যা ১০৬।
সুন্দরবনের বাঘরক্ষায় সরকার যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাঘের আবাসস্থল, জীবনাচরণ ও প্রজনন বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও এ সময় জানান বনমন্ত্রী।
আজ সোমবার জাতীয় সংসদে জাসদের সংসদ সদস্য লুৎফা তাহেরের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের ওপর মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে বনমন্ত্রী এসব কথা বলেন।
বনমন্ত্রী আরো বলেন, দক্ষিণ এশিয়ার আটটি দেশে বর্তমানে বাঘ সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাঘ সংরক্ষণ ও বাঘের জন্য সুন্দরবনে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে সরকার বন্য প্রাণী সংরক্ষণ আইন প্রণয়নসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।