সাংবাদিক নাদিমের কবর জিয়ারত বিএনপিনেতাদের
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেছেন বিএনপির নেতারা। আজ রোববার (১৮ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে নাদিমের বাড়িতে যান বিএনপিনেতারা।
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির মিডিয়াসেলের প্রধান জহির উদ্দিন স্বপন ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ স্থানীয় বিএনপি নেতারা নাদিমের কবর জিয়ারতে অংশ নেন। কবর জিয়ারত শেষে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও উপযুক্ত বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির মিডিয়াসেল প্রধান জহির উদ্দিন স্বপন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক ফখরুজ্জামান মতিন প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগমের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন বিএনপির নেতারা।