সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে : রিজভী
ক্ষমতাসীন সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে বলে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘পুরো দেশকে জেলখানা বানানো হয়েছে। জেলের ভেতরে যাদের নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে তিলে তিলে নির্যাতন করে হত্যা করা হচ্ছে।’
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘নৌকার প্রার্থী ও তাদের প্রচারকরা হুমকি দিচ্ছেন, ভোটকেন্দ্রে না গেলে বাড়ি ছাড়া করা হবে। আর নির্বাচন কমিশনাররা জেল-জরিমানার হুমকি দিচ্ছেন। কেউ ভোট প্রতিহত করার চেষ্টা করলে সাত বছরের জেল হবে। অর্থদণ্ডও হবে। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হবে।’
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আগামী ৭ জানুয়ারির আসন ভাগ-বাটোয়ারার ভোট প্রহসন জমছে না দেখে দিশাহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী। এখন তারা ভোটারদের হুমকি-ধমকি দিতে শুরু করেছেন।’
ইসির উদ্দেশে রিজভী বলেন, ‘আপনাদের নির্দেশের পর দেশের বিভিন্ন স্থানে জনগণের মৌলিক অধিকারের দাবিতে লিফলেট বিতরণকালে শত শত নেতাকর্মীকে আটক করে নির্যাতন করছে পুলিশ। আওয়ামী লীগের সন্ত্রাসী, দলদাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখন নির্বাচন কমিশন নব্য নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তবে, শোনেন আনিছুর সাহেবরা, আপনাদের মতো দুদিনের দলদাসদের রক্তচক্ষু দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এই একদলীয় ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে। যত ভয়ভীতি কেরামতি যা-ই করেন, ভোটকেন্দ্রে কোনো ভোটার পাবেন না। এই ফলাফল ঘোষণার নির্বাচনের বিরুদ্ধে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ।’