ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার আটক
মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদারকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে মতিঝিল এলাকার কালভার্ট রোড থেকে তাকে আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানি।
এসি গোলাম রুহানি জানান, দুপুরের দিকে মতিঝিল এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন পাভেল শিকদার ও তার অনুসারীরা। বিষয়টি জানতে পারে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাদেরকে পেছন থেকে ধাওয়া দিলে পাভেলসহ কয়েকজনকে আটক করা হয়।
পাভেল শিকদারকে মতিঝিল থানায় নাশকতার মামলায় আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদেরকে যাছাই-বাছাই শেষে অপরাধ প্রমাণিত হলে গ্রেপ্তার দেখানো হবে অথবা ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।