ঢাবি’র সব বর্ষের সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মঙ্গলবার থেকে সব বর্ষের সশরীর শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এ ছাড়া পূর্বঘোষিত রুটিন-ভিত্তিক পরীক্ষা চলমান থাকবে।
বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খোলা থাকবে।
কোভিড পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীর ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাবি কর্তৃপক্ষ। পরে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ালে ৫ ফেব্রুয়ারি ঢাবি’র উপাচার্য মো. আখতারুজ্জামান জানান, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত সশরীরে ক্লাস নেবে না।