ভোটকেন্দ্রে যেসব জিনিস ব্যবহার নিষিদ্ধ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। ভোটগ্রহণে উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশক্রমে গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটকেন্দ্রে যেসব জিনিস ব্যবহার করা যাবে না তা ওই পরিপত্রে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পরিপত্রে বলা হয়, ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ধূমপান হতে বিরত রাখা এবং দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করতে হবে। ভোটকেন্দ্রের অভ্যন্তরে বৈদ্যুতিক হিটার বা যে কোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এদিকে, নির্বাচনে উপলক্ষে আইনশৃঙ্খলাবাহিনী ২৯ ডিসেম্বর মাঠে নামবে। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ সকল বাহিনি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।
পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তায় মেট্রোপলিটন এলাকা সাধারণ কেন্দ্রে ১৫ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন, মেট্রোপলিটন এলাকার বাইরে এবং পার্বত্য ও দুর্গম এলাকার সাধারণ ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৬ জন ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ফোর্স মোতায়েন থাকবে। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তা এই সংখ্যা বাড়াতে পারবেন।
একইসঙ্গে জানানো হয়েছে, নির্বাচন উপলক্ষে চার দিনের জন্য মিছিল, সভা ও শোভাযাত্রা বন্ধ থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরু পূর্ভবর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।