নাটক : ‘আমি আর আমার ইচ্ছে’
লোকাল বাস। অনেক ভিড়। সেখানে উঠেছেন অভিনেত্রী মৌসুমি হামিদ। দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে তাঁর। মৌসুমির পেছনে দাঁড়িয়ে আছেন দাপুটে অভিনেতা অপূর্ব। বাস ব্রেক নিতেই পরপর দুবার অপূর্ব ও মৌসুমির ধাক্কা লাগল। মৌসুমি রেগে তো রীতিমতো আগুন। কষে চড় মারলেন অপূর্বকে।
মেহেদি হাসান জনি পরিচালিত ‘আমি আর আমার ইচ্ছে’ নাটকের একটি দৃশ্য এটি। নাটকটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক। তিনি বলেন, ‘দিন দিন আমার আত্মবিশ্বাস দৃঢ় হচ্ছে। কারণ, আমার নির্মাণ হয়তো ভালো হচ্ছে। সে জন্য এনটিভি আমার নাটকগুলো প্রচার করছে। এই নাটকটিতে দর্শক ভিন্ন কিছু দেখতে পারবে।’
দৃশ্যটিতে মৌসুমি কি সত্যি অপূর্বকে চড় মেরেছিলেন? এমন প্রশ্ন শুনে পরিচালক বললেন, ‘মেরেছে। কিন্তু শটটা একবারে নিতে পারিনি। পরপর তিনবার চড় মারার পর শট ওকে করেছি। অপূর্ব ও মৌসুমি মন থেকে ভালোবেসে অভিনয় করেন। তাই কাজ করতে অনেক সুবিধা হয়।’
নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মৌসুমি হামিদ। নিজের ফেসবুক ওয়ালে নাটকটির প্রমো পোস্ট করে লিখেছেন ‘প্লিজ ওয়াচ’।
‘আমি আর আমার ইচ্ছে’ নাটকটি আগামী ৫ এপ্রিল, রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।