রংপুরের নেতৃত্ব উপভোগ করছেন সোহান
ভিনদেশে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা রংপুর রাইডার্স জিতেছিল নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে। সেই ধারাবাহিকতা রংপুর ধরে রেখেছে চলমান বিপিএলেও। ছয় ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলে সবার ধরাছোঁয়ার বাইরে দলটি। যেখানে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন সোহান।
বিপিএলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সোহান খেলেছেন অতিমানবীয় এক ইনিংস। বরিশালের দেওয়া ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মায়ার্সের করা ওভারটিতে প্রয়োজনীয় ২৬ এর জায়গায় ৩০ রান তুলে দলকে জয়ের বন্দরে নোঙর করাণ সোহান। ২০তম ওভারের সারাংশটা এমন—৬, ৪, ৪, ৬, ৪, ৬! দুর্দান্ত ফিনিশিংয়ে সাত বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। স্ট্রাইক রেট ৪৫৭.১৪!
ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে আখ্যা দিয়েছেন সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। আমার ব্যাট থেকে ৩০ রান এসেছে। এই রান দলের কাজে লেগেছে। দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দ লাগছে। সবমিলিয়ে ম্যাচটিকে সেরা হিসেবে রাখতে চাই।’
অধিনায়কত্বের বিষয়ে সোহান বলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। টুর্নামেন্টে আরও অনেক দূর যেতে হবে। এটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিযোগিতামূলক ও টানটান উত্তেজনায় ভরা ম্যাচ যত বেশি হবে দর্শক তত বেশি বিনোদন পাবে।’