রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুশ্চিন্তার কারণ নেই
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে দেশি বা বিদেশিদের কাছ থেকে এমন কোনো তথ্য আসেনি যে রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশবান্ধব হবে না।’
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর এলাকায় প্লামিং ফ্যাশন নামের একটি পোশাক কারখানা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পরিবেশমন্ত্রী।
পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এটা (রামপাল বিদ্যুৎকেন্দ্র) যদি পরিবেশের জন্য ক্ষতিকর হয়, অর্থাৎ দেশের জন্য ক্ষতিকর হয়। তাহলে এখানে পাঞ্জাবি নাই, বিহারি নাই, ব্রিটিশও নাই, আপনিও বাঙালি আমিও বাঙালি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাঙালি, তবে কেন করবে সেটা। তা প্রমাণ তো করতে হবে। সবাইকে এ সম্পর্কে সুনিশ্চিত হতে হবে, যে এটা ক্ষতিকর হবে। চিলে কান নিয়ে গেছে এ বলে চিলের পেছনে দৌঁড়ালে হবে না। যারা এটা নিয়ে আন্দোলন করছেন, কথাবার্তা বলছেন, সরকার সেটা খুব মনোযোগ দিয়ে শুনছেন একাধিক মন্ত্রণালয় নিয়ে কমিটি করা হয়েছে। আরো উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা হবে। এ অবস্থায় দুশ্চিন্তার কোনো কারণ নেই।’
পরিবেশমন্ত্রী আরো বলেন, ‘বিষয়টা (রামপাল বিদ্যুৎকেন্দ্র) বিদেশিরা লক্ষ করছে। এখন পর্যন্ত কেউ বলেনি যে ক্ষতি হবে।’ তিনি আরো বলেন, ‘আনু মুহাম্মদ জ্ঞানী লোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার চেয়ে কম জ্ঞানী লোক নন।’
আনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপনেরও তাগিদ দিয়েছেন। পরিবেশবান্ধব কারখানা হিসেবে এই কারখানাটিকে (প্লামিং ফ্যাশন) তিনি পুরস্কার দিয়েছেন।’
পরিবেশমন্ত্রীর সঙ্গে এ সময় ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, প্লামিং ফ্যাশনের মহাব্যবস্থাপক ফজলুল হক ও পরিচালক ফয়সাল পরাগসহ অন্যরা।