হোয়াইটওয়াশে বাংলাদেশের অবনমন
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটি ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ। তাই কেউইদের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল। এই ব্যর্থতায় আইসিসির ওয়ানডে সুপার লিগের পেয়েন্ট তালিকায় অবনমন হয়েছে বাংলাদেশের।
ছয় ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ। বাংলাদেশের উপরে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ইংল্যান্ড। অবশ্য সবারই সমান পয়েন্ট, ৩০। তবে নেট রান রেটে এগিয়ে থেকে তারা বাংলাদেশের উপরে অবস্থান করছে। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো করতে হবে বাংলাদেশকে। তাই তৃতীয় ওয়ানডের গুরুত্ব ছিল অনেক।
অন্তত এক ম্যাচ জিতলে ১০ পয়েন্ট পেত বাংলাদেশ। যা বিশ্বকাপে সরাসরি খেলার পথে সহায়তা করত বাংলাদেশকে। অবশ্য বাংলাদেশ আগে দ্বিতীয় স্থানে ছিল।
ওয়েস্ট ইন্ডিজেরও সমান ৩০ পয়েন্ট। তারা আছে ষষ্ঠ স্থানে। এ ছাড়া ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পাকিস্তান, ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ভারত, ১০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আর ১১তম স্থানে আছে সাবেক বিশ্বচ্যাম্পয়ন ওয়েস্ট ইন্ডিজ।