আশুগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৩৫ কেজি গাঁজা ও ৪৪০পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকালে তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা বাসিন্দা রাসেল মিয়া, আল-আমিন ও জুনায়েদ মিয়া।
র্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে দেশের অভ্যন্তরে বিভিন্নস্থানে গাঁজা ও ইয়াবা চোরাচালান করত। তারা বিভিন্ন ব্যক্তির কাছে এসব বিক্রি করত বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।