ফরিদপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের খোদাবক্স রোডের আরজু শেখ (২০) ও একই এলাকার ফয়সাল হোসেন (২৫)।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, গতকাল বিকেলে শহরের খোদাবক্স রোড এলাকায় স্থানীয় জনগণের কাছ থেকে কোতোয়ালি থানার পুলিশ খবর পায় একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আরজু শেখকে উদ্ধার করে। এরপর তার বিরুদ্ধে ওই মোটরসাইকেলের মালিক মো. ইসমাইল মণ্ডল একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে ব্যাপক জিঙ্গাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে সালথা থানার ভাওয়াল এলাকা থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। আর এই ঘটনার সঙ্গে জড়িত তার আরেক সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করে।
এদিকে পরপর জেলায় দুটি মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের জেলা পুলিশ গ্রেপ্তার করায় জেলার সাধারণ মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।