আপনার জিজ্ঞাসা
দোয়া কবুলের জন্য কী করব?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৬১তম পর্বে ই-মেইলের মাধ্যমে চট্টগ্রাম থেকে প্রাপ্তি জানতে চেয়েছেন, দোয়া কবুলের জন্য কী করব?অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দোয়া কবুলের জন্য কী করব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। দোয়া কবুলের জন্য প্রথম কাজ হচ্ছে আপনি আপনার খাবার ও উপার্জন হালাল করবেন। দ্বিতীয়ত আল্লাহর অবাধ্য হবেন না। তৃতীয়ত, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে অধিক পরিমান দোয়া করার চেষ্টা করবেন। এটি অধিক গুরুত্বপূর্ণ। চতুর্থত, দোয়ার যেসব আদব আছেন সেসব আদব মানবেন। এরপর যখন দোয়া করবেন তখন বারবার আল্লাহর কাছে আকুতি করবেন। আপনার সমস্যা তুলে ধরবেন। সীমালঙ্ঘন কিংবা তাড়াহুড়া করবেন না। মানে কোনোভাবেই অস্থির হবেন না। অপেক্ষা করবেন। যদি তাড়াহুড়া করেন তাহলে দোয়া কবুল হবেন না। আর যদি অপেক্ষা করে দোয়া করে যান তাহলে আল্লাহ কবুল করবেন। যখন দোয়া করবেন, তখন মনে মনে নিশ্চিত হবেন যে আপনার দোয়া কবুল হবে। মানে আল্লাহর ওপর আস্থা রাখবেন। কখনোই আস্থা হারাবেন না। তাহলে আপনার দৃঢ়তা বাড়বে। এটি গুরুত্বপূর্ণ দিক।