আপনার জিজ্ঞাসা
নামাজের সময় মেয়েদের পায়ে কি মোজা পরা উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৫৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে তানিয়া আক্তার নূর জানতে চেয়েছেন, নামাজের সময় মেয়েদের পায়ে কি মোজা পরা উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজের সময় মেয়েদের পায়ে কি মোজা পরা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আপনি নামাজে মেয়েদের মোজা পড়তে হবে কি না জানতে চেয়েছেন। এ ব্যাপারে বলব, মোজা পরাটা বাধ্যতামূলক নয়। তবে আপনি যদি মোজা পরেন তাহলে এটি অবশ্যই ভালো কাজ। যে সকল আলেমরা পা ঢাকতে মোজা পরতে বলেছেন তারা মূলত পায়ের ওপরের অংশ ঢাকতে বলে থাকেন। এটা যদি তিনি তার গাউন বা পোশাক দিয়ে ঢাকতে পারেন তাহলে তাকে আর মোজা পরার দরকার নেই। তবে যদি গাউন দিয়ে না ঢাকতে পারেন তাহলে মোজা পরবেন। মোজা বাধ্যতামূলক করা হয়নি। তবে পরতে পারলে এটা ভালো দিক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।