অটো চয়েজে দল পাননি মাশরাফী-তামিম
আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএল। আসরের প্লেয়ার্স ড্রাফট ২৭ ডিসেম্বর। ড্রাফটের আগে দলগুলো একজন দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে।
এরই মধ্যে সাকিব আল হাসানকে বরিশাল, মুস্তাফিজুর রহমানকে কুমিল্লা, মুশফিকুর রহিমকে খুলনা, সৌম্য সরকারকে ঢাকা, তাসকিন আহমেদকে সিলেট ও নাসুম আহমেদকে চট্টগ্রাম দলে ভিড়িয়েছে। তবে মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে অটো চয়েজে নেয়নি কেউ। তাই প্লেয়ার্স ড্রাফটে দল পেতে হবে তাদের।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছয় ক্যাটাগরিতে খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিক করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৭০ লাখ টাকা। আর ‘বি’ ক্যাটাগরির ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরির ১২ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭৫ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরির ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ২০ হাজার ডলার ঠিক করা হয়েছে।
চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা, রানার্সআপ ৫০ লাখ টাকা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচগুলো হবে।
টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল। দল গুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, সিলেট ও খুলনা।