‘আইপিএলের মুস্তাফিজকে পেলে বাংলাদেশরই লাভ’
নিজের বোলিং নিয়ে উত্থান-পতনের মধ্যে থাকা মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখিয়েছেন আশার আলো। রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে দুর্দান্ত করেছেন তিনি। করোনায় মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় মুস্তাফিজের মিশন এবার শ্রীলঙ্কা সিরিজ।
ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে আইপিএলের মুস্তাফিজকেই দেখতে চান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আইপিএলের মতো মুস্তাফিজ দারুণ বোলিং করলে সেটা বাংলাদেশেরই লাভ বলে জানালেন ওয়ানডে অধিনায়ক।
স্থগিত হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে সাত ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সাত ম্যাচে নেন আট উইকেট। তবে উইকেটের সংখ্যা দিয়ে তাঁর পারফরম্যান্স বিচার করা ভুল হবে। মোটামুটি সব ম্যাচেই বৈচিত্রময় বোলিং দেখিয়েছেন কাটার মাস্টার। ফিল্ডাররা বারবার ভুল না করলে মুস্তাফিজের ঝুলিতে উইকেটও আরো বেশি থাকত।
আসন্ন লঙ্কা সিরিজেও তেমন মুস্তাফিজকে পেতে চান অধিনায়ক তামিম। মুস্তাফিজকে নিয়ে নিজের আশার কথা শুনিয়ে ভার্চুয়াল সংবাদসম্মেলনে তামিম বলেন, ‘মুস্তাফিজ সব সময়ই আমাদের জন্য বিরাট অস্ত্র। যে ধরনের বোলিং সে আইপিএলে করে, তা দারুণ, আমরা সবাই চাই সে এভাবে বোলিং করুক। কিন্তু সঙ্গে কিছু দেখতে হবে যে, সে উইকেট থেকে সাহায্য পেয়েছিল, কোনো সন্দেহ নেই সে বোলিংটাও ভালো করেছে। এভাবে যদি হয়, তাহলে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি লাভবান হবে।’
একদিন বাদেই ঘরের মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।