ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ
আগামী ২০ জানুয়ারি ঘরের মাঠে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। আসন্ন এই সিরিজে ক্যারিবীয়দের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা।
আজ বুধবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ তাদের মূল দল নিয়ে স্কোয়াড ঘোষণা করেনি। তবে এর আগে আমরা তাদের পুরো শক্তির দলের বিপক্ষে সিরিজ জিতেছি। এর অর্থ এই নয় যে, আমরা ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দলের বিপক্ষেও জিতব। এই সিরিজ জিততে আমাদের তিনটি বিভাগেই ভালো খেলতে হবে। আমরা দীর্ঘদিন পর একটি সিরিজ খেলতে চলেছি। উভয় দলের জন্যই এটি বড় একটি চ্যালেঞ্জ হবে।’
বিসিবির এই পরিচালক আরো বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন, যারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে।’
ওয়েস্ট ইন্ডিজ দল ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। তিন দিনের ইন-রুমের কোয়ারেন্টিনের পরে তারা আন্তস্কোয়াড প্রশিক্ষণ সেশনের জন্য চারদিন সময় পাবে। প্রথম সাতদিনের কোয়ারেন্টিন শেষে ওয়েস্ট ইন্ডিজ দল স্থানীয় কর্মীদের সেবা পাবে।
এ সিরিজটি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে। প্রথম ম্যাচ ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে। শেষ টেস্টটি ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে। কোভিড-১৯ বিরতির পর বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ এটি।